Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

ষ্ট্যাম্প শুল্কের হার

(ক) কোবালা/দানপত্র/বিনিময় দলিলের ক্ষেত্রে সম্পত্তির মুল্যের উপর : ৩%

(খ) সম্পত্তি বিক্রয়ের বায়না/চুক্তিপত্র : ১৫০/০০ টাকা

(গ) হলফনামা/হেবার ঘোষনা/ঘোষনাপত্র : 200/০০ টাকা।

(ঘ) ভ্রম সংশোধন/রদকরণ/রিডেমশন : ১৫০/০০ টাকা

(ঙ)ওয়াকফ নামা/অর্পণ নামা/সেটেলমেন্ট দলিলের ক্ষেত্রে সম্পত্তির মুল্যের উপর : ২%

(*) বন্ধকী দলিল(  ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অনুকুলে ঋণের উপর) :

(ক) ১০ লক্ষ টাকা পর্যন্ত : ১৫০০/০০ টাকা।

(খ) ১০ লক্ষ টাকার উর্দ্ধে কিন্তু অনুর্ধ ৫০ লক্ষ টাকা : ৩৫০০/০০ টাকা

(গ) ৫০ লক্ষ টাকার উর্দ্ধে:

প্রথম ৫০ লক্ষের উর্দ্ধে :৩৫০০/০০টাকা।

অবশিষ্ট ঋণের উপর : ০.১০% হারে।

(*) ট্রাষ্ট দলিল : ৩৩/৭৫ টাকা।

 

করাদির হার

(ক) স্থানীয় সরকার  কর :

(*)সিটি কপোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড বা   পৌর এলাকার জন্য সম্পত্তির মুল্যের উপর : ২%

(*) সিটি কপোরেশন এর  পৌরএলাকার বাইরে জেলা পরিষদ কর: ১%

(*) ইউনিয়ন পরিষদ কর : ১%

[*] upazila parishad tax:1%

 

উৎস আয়কর

(*)সিটি কপোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড বা   পৌর এলাকার জন্য সম্পত্তির মুলের উপর : ২%

(*) সিটি কপোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এর  পৌর এলাকার বাইরে অকৃষি স্থাবর সম্পত্তির মুল্যের উপর উৎস কর: ১%

(*) ভূমি উন্নয়ন সংস্থা  কর্তৃক প্লট বিক্রয়ের ক্ষেত্রে মূল্যের উপর উৎস কর : 3%

(*) ভবন নির্মান সংস্থা  বা ব্যাক্তি কর্তৃক ফ্লাট/ দালার বিক্রয়ের  উপর উৎস কর প্রতি বর্গমিটার।২৫০/০০ টাকা।

(*) মূল্য সংযোজন কর: ভবন নির্মান সংস্থা বা ব্যাক্তি কর্তৃক বিক্রি সম্পত্তির মোট মূল্যের উপর ভ্যাট : 3%

 

সনদ প্রাপ্ত দলিল লেখকদের পারিশ্রমিক হার:

(*) প্রতি ৩০০ শব্দ বা তার অংশ বিশেষ মুসাবিদার জন্য 40/০০ টাকা।

(*) মুসাবিদা দৃষ্টে দলিল লিখন, প্রতি ৩০০ শব্দ- তার অংশ বিশেষের জন্য : ১০/০০ টাকা।

(*) দরখাস্ত লিখন/পূরণ : প্রতি দরখাস্ত ৫/০০ টাকা।

(*) সমন লিখন/পূরণ : প্রতি সমন ২/০০ টাকা।

(*) হস্তান্তর লিখন/পূরণ : প্রতি নোর্টিশ ২/০০ টাকা।

(*) সূচী তল্লাশী বা বালাম পরিদর্শন : প্রতি বৎসর বা প্রতি ব্যাক্তি 20/০০ টাকা।

(*) পক্ষগন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে মূল- দলিল ডেলিভারী গ্রহন : প্রতি ক্ষেত্রে ৫/০০ টাকা।